দর বাড়ার শীর্ষে ইন্দোবাংলা ফার্মা
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ইন্দোবাংলা ফার্মাসিটিউক্যালস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৩৮৮ বারে ৮৯ লাখ ৭৩ হাজার ৪১৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৯ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা নাভানা সিএনজির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ । কোম্পানিটি ১ হাজার ৯১৯ বারে ২০ লাখ ৪৫ হাজার ৩৯৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৩৮ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা মুন্নু সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৪৮৮ বারে ১৭ লাখ ৮৭ হাজার ৫৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০ কোটি ১১ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আফতাব অটোর ৮.৯৬ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৪৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.৯২ শতাংশ, সোনালী পেপারের ৫.৭৭ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০১ শতাংশ, বিডিকমের ৪.০৭ শতাংশ এবং হাক্কানি পাল্পের ৩.৯৮ শতাংশ দর বেড়েছে।