আঞ্চলিক সংস্থার বৈঠকে যোগ দিতে কাজাখস্তানে পুতিন
আন্তর্জাতিক ডেস্ক : টানা প্রায় আট মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ আগ্রাসনের প্রতিক্রিয়ায় শুরু থেকেই প্রেসিডেন্ট পুতিনকে একঘরে করতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বহু দেশ উঠেপড়ে লাগলেও যুদ্ধের ময়দানে লড়াইয়ের পাশাপাশি কূটনৈতিক ক্ষেত্রেও সমানভাবে এগোচ্ছেন তিনি।
এরই অংশ হিসেবে বেশ কয়েকটি আঞ্চলিক সংস্থার বৈঠকে যোগ দিতে কাজাখস্তানে পৌঁছেছেন ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
কাজাখ সরকারের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেশ কয়েকটি আঞ্চলিক সংস্থার বৈঠকে যোগ দিতে বৃহস্পতিবার কাজাখস্তানে পৌঁছেছেন।
এখানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানসহ এশিয়ার বেশ কয়েকজন নেতার সাথে বৃহস্পতিবার ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) শীর্ষ সম্মেলনের বৈঠকে যোগ দেবেন তিনি।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির সঙ্গে কাজাখস্তানে পুতিনের দ্বিপক্ষীয় বৈঠক হবে বলে আশা করা হচ্ছে।