আইএফআইসি ব্যাংক-এ শিশুদের চিত্রাঙ্কন উৎসব ২০২২ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : শিশুদের কল্পনার জগৎকে বিকশিত করার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক-এ কর্মরতদের সন্তানদের নিয়ে প্রতি বছরের ন্যায় সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে চিত্রাঙ্কন উৎসব ২০২২।
গত ১৫ অক্টোবর (শনিবার) পুরানা পল্টনস্থ আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় (আইএফআইসি টাওয়ার)-এ আয়োজন করা হয় এ উৎসবের। এ বছরের অঙ্কনের প্রতিপাদ্য ছিল ইচ্ছা, কল্পনা, স্বপ্ন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দুইশতাধিক অংশগ্রহনকারী শিশুদের হাতে বই, সার্টিফিকেট, ক্রেস্ট ও অন্যান্য উপহার তুলে দেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উর্ধ্বত্বন কর্মকর্তাসহ ব্যাংকের কর্মীরা।
উল্লেখ্য, শিশুদের মাঝে সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে ২০১৭ সাল থেকে ব্যাংকের সকল কর্মীদের সন্তানদের নিয়ে আইএফআইসি ব্যাংক আয়োজন করে আসছে চিত্রাঙ্কন উৎসব।