আইপিডিসি এবং গ্লোবাল এয়ারপোর্ট
নিজস্ব প্রতিবেদক : সোমবার আইপিডিসি ফাইন্যান্স-এর প্রধান কার্যালয়ে আইপিডিসি এবং গ্লোবাল এয়ারপোর্ট অ্যাসিস্টিং সার্ভিসেস লিমিটেড-এর মধ্যে একটি চুক্তি সাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, আইপিডিসি’র প্রায়োরিটি গ্রাহকবৃন্দ গ্লোবাল এয়ারপোর্ট অ্যাসিস্টিং সার্ভিসেস লিমিটেড থেকে সেবা গ্রহণে বিশেষ সুযোগ-সুবিধা পাবেন।
চুক্তি সাক্ষর অনুষ্ঠানে আইপিডিসি’র হেড অফ রিটেল বিজনেস সাভরিনা আরিফিন, গ্লোবাল এয়ারপোর্ট অ্যাসিস্টিং সার্ভিসেস-এর সিইও খন্দকার ফারহান আতিফসহ উভয় প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।