নিজস্ব প্রতিবেদক : জনতা ব্যাংক লিমিটেডের ময়মনসিংহ বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ অক্টোবর) টাঙ্গাইলের একটি সম্মেলন কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ব্যাংকের ডিএমডি মো. কমারুল আহছান ও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) এবং প্রধান কার্যালয়ের জিএম একেএম মুনিরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের জিএম একরামুল হক আকনের সভাপতিত্বে সংশ্লিষ্ট এরিয়া প্রধানসহ শাখা ব্যবস্থাপকরা সম্মেলনে অংশগ্রহণ করেন।