যুক্তরাজ্যে মূল্যস্ফীতি ফের ৪০ বছরে সর্বোচ্চ
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে আবারও বাড়তে শুরু করেছে খাদ্যের দাম। ১৯৮০ সালের পর দেশটিতে খাদ্যের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ফলে মূল্যস্ফীতির হার ফের বেড়েছে। সেপ্টেম্বরে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি দুই অঙ্কের ঘরে প্রবেশ করেছে। এর আগে জুলাইতেও মূল্যস্ফীতি বেড়ে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ হয়। বুধবার (১৯ অক্টোবর) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ জানিয়েছে, বার্ষিকভিত্তিতে সেপ্টেম্বরে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ। যদিও রয়টার্সের পূর্বাভাসে বলা হয়, এ সময়ে যুক্তরাজ্যে মূল্যস্ফীতি দাঁড়াতে পারে ১০ শতাংশে। আগস্টে মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৯ দশমিক ৯ শতাংশে। একই সঙ্গে মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের মূল্যও কমেছে।
এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিশেষ করে যাদের আয় কম। সরকারের আর্থিক সহায়তা নিয়েও তৈরি হয়েছে শঙ্কা। কারণ এরই মধ্যে ব্রিটিশ সরকার বেশ কিছু নীতি পরিবর্তন করেছে।
প্রতিবেদনে বলা হয়, খাদ্য ও নন-অ্যালকোহলিক পানীয়র দাম সেপ্টেম্বরের মূল্যস্ফীতিতে সবচেয়ে বেশি অবদান রেখেছে। কারণ এক্ষেত্রে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ১৪ দশমিক ৫ শতাংশ, যা ১৯৮০ সালের পর সর্বোচ্চ।
এদিকে ট্যাক্স ইস্যুতে নতুন করে রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে দেশটিতে। এরই মধ্যে অর্থমন্ত্রীর পদ থেকে কোয়াসি কোয়ার্টেংকে সরিয়ে দেওয়া হয়েছে। ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছেন প্রধানমন্ত্রী লিজ ট্রাসও।