প্রিমিয়ার ব্যাংকের বরিশাল বিএম কলেজ রোড শাখার উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীতে প্রিমিয়ার ব্যাংক বিএম কলেজ রোড শাখার শুভ উদ্বোধন করা হয়।
সম্প্রতি লুৎফর রহমান সড়ক নথুল্লাবাদ এলাকায় (হোল্ডিং- ১৫৮২) এ ব্রাঞ্চ’র আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি প্রিমিয়ার ব্যাংক লিঃ এর পরিচালক নাহিয়ান হারুন’র পক্ষে প্রিমিয়ার ব্যাংক লিঃ এর কর্পোরেট ব্যাংকিং বিভাগের প্রধান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ জামিল হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল। বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মো: গোলাম কিবরিয়া, বরিশাল শাখার ব্যবস্থাপক কে এম শফিকুর রহমান, ইসলামী ফাউন্ডেশন এর পরিচালক কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, ইনফ্রা পলিটেকনিক পরিচালক মোঃ আমির হোসেন, চেম্বার অফ কমার্স পরিচালক মোঃ আক্তার হোসেন, বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মির আহসান উদ্দিন পারভেজ, বিএম কলেজ রোড শাখার ব্যবস্থাপক মোঃ রিয়াজ উদ্দিন ইসলামসহ স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।