বাজার মূলধন কমেছে চার হাজার কোটি টাকা
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহ চার কার্যদিবসই পুঁজিবাজারের সূচক কমেছে। এতে করে সপ্তাহ শেষে দেখা গেছে সূচকের বড় পতন হয়েছে। সূচক কমলেও সপ্তাহটিতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর লেনদেন অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অধিকাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। তবে সপ্তাহটিতে পুঁজিবাজারে থেকে হারিয়েছে চার হাজার কোটি টাকার বাজার মূলধন।
বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৭ লাখ ৭৩ হাজার ৯৩৯ কোটি ৫৮ লাখ ০৭ হাজার ৫৪১ টাকায়।। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৬৯ হাজার ৯০৭ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৫৬০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন চার হাজার ৩২ কোটি ০০ লাখ ৪০ হাজার ৯৮১ টাকা কমেছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৬টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪১টির বা ১০.৬২ শতাংশের, কমেছে ১৭১টির বা ৪৪.৩০ শতাংশের এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪টির বা ৪৫.০৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর।
অপরদিকে, সিএসইর সার্বিক সূচক ৩১০ পয়েন্ট কমে ১৮ হাজার ৮০০ পয়েন্টে দাঁড়িয়েছে। এসময়ে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার ৮১৬ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭৩ কোটি ১৭ লাখ ৯৯ হাজার ৪৭৫ টাকা।
লেনদেন হওয়া ২৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৩১টির দাম।