আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ অক্টোবর ২০২২, শনিবার |

kidarkar

প্রথমবারের মত পার্সোনাল কেয়ার সিরিজ উন্মোচন করলো সিঙ্গার

নিজস্ব প্রতিবেদক :দেগশের স্বনামধন্য ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সেস কোম্পানী সিঙ্গার বাংলাদেশ তাদের প্রথম পার্সোনাল কেয়ার সিরিজ বাজারে নিয়ে এসেছে। নতুন প্রজন্মের জীবনধারা ও চাহিদার কথা মাথায় রেখে সিঙ্গার ইউরোপীয় ডিজাইন ও প্রযুক্তিতে তৈরি তিনটি ভিন্ন ভিন্ন রেঞ্জের হেয়ার ড্রায়ার ও হেয়ার স্ট্রেটনার এনেছে। এই তিনটি অনন্য সিরিজ হচ্ছে,  ন্যাচুরোগ্লো,  বোটানিকা ও আইকনিকা। সিঙ্গার বাংলাদেশের ওয়েবসাইট www.singerbd.com থেকে ফ্রি হোম ডেলিভারী সুবিধায় ক্রেতারা সহজেই পণ্যগুলো কিনতে পারবেন।

সিঙ্গারের এই সম্পূর্ণ নতুন লাইনের পণ্যসমূহ ২০শে অক্টোবর তারিখে গুলশানে কোম্পানিটির কর্পোরেট অফিসে লঞ্চ করা হয়েছে। লঞ্চিং অনুষ্ঠানে আগত গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরুজ, বিপণন পরিচালক চন্দনা সমরাসিঙ্গে, হোলসেল ও রিটেইল অপারেশনসের পরিচালক কাজী রফিকুল ইসলাম, মার্কেটিং কমিউনিকেশনের প্রধান বেদৌরা ফারহানা, প্রোডাক্ট বিভাগের সিনিয়র একজিকিউটিভ ফাইয়াদ বিন খালেদ ও আরও সকল উচ্চপদস্থ কর্মকর্তা।

সিঙ্গারের পার্সোনাল কেয়ার সিরিজের আয়নিক হেয়ার ড্রায়ার ও স্ট্রেটনারের রয়েছে অনন্য  সব বৈশিষ্ট্য। ন্যাচুরোগ্লো হেয়ার ড্রায়ারে আছে প্রিমিয়াম সিরামিক কোটিং দেওয়া গ্রিল যাতে রয়েছে চুলের জন্য পুষ্টিকর ম্যাকাডেমিয়া ও নারকেল তেল।  এই উপাদানগুলো চুলকে অতিরিক্ত তাপ থেকে রক্ষা করে ও সমানভাবে বাতাসের সঞ্চালন নিশ্চিত করে। আবার, ন্যাচুরোগ্লো হেয়ার স্ট্রেটনারের ম্যাকাডেমিয়া ও নারকেল তেল দেওয়া প্লেটগুলোতে চুলকে রক্ষা করতে আছে ময়েশ্চার সেন্সর মোড। এদিকে বোটানিকা সিরিজের অয়েল থেরাপি হেয়ার স্ট্রেটনারের সিরামিক কোটিংয়ে যোগ করা হয়েছে থেরাপিউটিক ক্যামোমাইল ও ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল। এছাড়াও আইকনিকা সিরিজের আয়নিক হেয়ার ড্রায়ারে চুলের ড্যামেজ প্রতিরোধক সিরামিক কোটিং থাকায় তা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন সকলে। ভোক্তারা সহজে ও স্বাচ্ছন্দে ঘরে বসে হেয়ার স্টাইল করতে সিঙ্গারের এই অনন্য রেঞ্জের পণ্যগুলো অনায়াসে ব্যবহার করতে পারবেন। সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের এই পার্সোনাল কেয়ার লাইনের ট্যাগলাইন হচ্ছে, “এমব্রেস গ্রেসফুল হেয়ার নাও” বা উজ্জ্বল চুলকে আলিঙ্গন করুন।

লঞ্চিং অনুষ্ঠানে সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এমএইচএম ফাইরুজ বলেন, “বাংলাদেশের মানুষ তারুণ্যদীপ্ত ও গতিময়। তারা ফ্যাশন সচেতন ও সেই সঙ্গে তাদের রয়েছে অনন্য স্টাইল স্টেটমেন্ট। আমাদের লক্ষ্য হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পণ্যের মাধ্যমে এই তরুণ প্রজন্মের লাইফস্টাইল পার্টনার হওয়া।”

সিঙ্গারই বাংলাদেশের একমাত্র হোম অ্যাপ্লায়েন্সেস প্রস্তুত ও বিপণনকারী কোম্পানি যা সমাজের সকল ভোক্তাদের চাহিদা অনুযায়ী ১১৭ বছর ধরে কাজ করে আসছে। শুধুমাত্র একটি পণ্য- সেলাই মেশিন দিয়ে শুরু করে সিঙ্গার এখন সারা বাংলাদেশেই কনজিউমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্সেসের ক্ষেত্রে ঘরে ঘরে এক সুপরিচিত নাম।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.