নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেডিং সফটওয়্যারে কারিগরি সমস্যা দেখা দিয়েছে। যাতে প্রায় সকাল ১০টা ৫৮ মিনিট থেকে বন্ধ রয়েছে লেনদেন। ওই সময়ের পর থেকে ডিএসইর ওয়েবসাইট আপডেটও বন্ধ রয়েছে।
বিষয়টি সমাধানে কাজ করছে ডিএসইর আইটি বিভাগ।
লেনদেন বন্ধের বিষয়ে পিএফআই সিকিউরিটিজের এক ট্রেডার বলেন, হঠাৎ করেই সফটওয়্যারে কোন আদেশ দিতে পারছি না। সেটা ক্রয় কিংবা বিক্রয় ঊভয় ক্ষেত্রেই। শুধু আমাদের হাউজেই এ সমস্যা কিনা, তা নিশ্চিত হওয়ার জন্য আরও কয়েকটি হাউজে যোগাযোগ করেছি। কিন্তু সবাই এই সমস্যার মধ্যে আছে।