ইসলামী ব্যাংকের ৩ জোন ও কর্পোরেট শাখাসমূহের ব্যবসায় উন্নয়ন সম্মেলন
নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল ও ইস্ট জোন, চট্টগ্রাম নর্থ জোন এবং কর্পোরেট শাখাসমূহের ত্রৈ-মাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী, মোঃ ওমর ফারুক খান ও জে. কিউ. এম. হাবিবুল্লাহ, এফসিএস, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন , মোঃ নাইয়ার আজম, মোঃ সিদ্দিকুর রহমান, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, ইঞ্জিনিয়ার আ ফ ম কামালউদ্দিন ও মুহাম্মদ শাব্বির, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, মোহাম্মদ উল্লাহ, মাহমুদুর রহমান, মিজানুর রহমান, মোঃ মাকসুদুর রহমান, জি. এম. মোহাঃ গিয়াস উদ্দিন কাদের, এ.এস.এম রেজাউল করিম, মোঃ রফিকুল ইসলাম ও মিফতাহ উদ্দীন এবং এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব-এ-আলম, মোঃ আমিনুর রহমান, মোহাম্মদ কুতুব উদ্দিন, এ.টি.এম. শহীদুল হক, বসির আহাম্মদ, মোঃ জাকির হোসাইন, আহমেদ জোবায়েরুল হক, মোহাম্মদ নুরুল হোসাইন ও আবদুল নাসের, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু সুফিয়ান, খালেদ মাহমুদ রায়হান এবং মোহাম্মদ ইহসানুল ইসলাম।
সম্মেলনে জোনগুলোর অধীন শাখাসমূহের প্রধানসহ বিনিয়োগ এবং বৈদেশিক বাণিজ্য বিভাগের ইনচার্জ ও সাব-ব্রাঞ্চের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।