নার্সিং শিক্ষার্থীদের জন্য এমটিবি ফাউন্ডেশনের বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্যসেবা কর্মী, বিশেষত নার্স যারা মহামারীর সময় মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে তাদের এই দৃষ্টান্তমূলক ভূমিকার স্বীকৃতি স্বরূপ, এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি আর্থিকভাবে অসচ্ছল নার্সিং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের জন্য পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র্ (সিআরপি)-এর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
এই প্রকল্পের মাধ্যমে এমটিবি ফাউন্ডেশন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি)-এর ৩ ও ৪ গোলগুলো অর্জনে সহযোগি হিসেবে কাজ করতে চায়।
এমটিবির প্রধান কার্যালয়, এমটিবি সেন্টার, গুলশান-১, ঢাকায় এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব গ্রুপ আইসিসি, গৌতম প্রসাদ দাস, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো, রেইস উদ্দীন আহ্মাদ, হেড অব লিগ্যাল অ্যাফেয়ার্স ডিভিশন, শাফায়েত উল্লাহ্ এবং গ্রুপ হেড অব এইচআর, মাসুদ মুশফিক জামান-এর উপস্থিতিতে ড. মোহাম্মদ সোহরাব হোসেন, নির্বাহী পরিচালক, সিআরপি এবং সামিয়া চৌধুরী, সিইও, এমটিবি ফাউন্ডেশন, নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এছাড়াও এই অনুষ্ঠানে সিআরপি থেকে সৈয়দ গোলাম হোসেন, উপাধ্যক্ষ, সিআরপি নার্সিং কলেজ এবং এমটিবি ফাউন্ডেশন থেকে নেহেরিন মাকসুদ, এ্যাসোসিয়েট ম্যানেজার উপস্থিত ছিলেন।