ইবিএল ও বিপ্রপার্টি চুক্তি
নিজস্ব প্রতিবেদক :বিপ্রপার্টি.কম এর মাধ্যমে প্রপার্টি ক্রয় করলে গ্রাহকদের হোম লোন সুবিধা দিবে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল) ।
সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্য্যালয়ে এতদ্বসংক্রান্ত একটি সমঝোতা ম্মারক স্বাক্ষর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম. খোরশেদ আনোয়ার এবং বিপ্রপার্টির পরিচালক-কমাশিয়াল ও এরিয়া অপারেশন্স অনিক সিমান্ত।
ইবিএল বিজনেস প্রধান সৈয়দ জুলকার নায়েন, অ্যাসট ও রিকভারি প্রধান তাসনিম হোসেন, রিটেইল অ্যাসেট বিজনেস প্রধান মো. সাবু মুন্সী; বিপ্রপার্টির মহাব্যবস্থাপক- প্রোডাক্ট ও গ্রোথ খান তানজিল আহমেদ এবং মহাব্যবস্থাপক- ঢাকা উত্তর ও ভূমি প্রকল্প কে. এম. হেলাল উদ্দীনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন।