ভালো থাকো সবসময় রিয়াজ: শাবনূর
বিনোদন ডেস্ক : ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূর। দুজনের কেউই অভিনয়ে এখন আর নিয়মিত না হলেও, তার মধ্যেকার বন্ধুত্ব আজও অটুট রয়েছে। শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী।
বুধবার (২৬ অক্টোবর) রিয়াজ ৫০তম বছর স্পর্শ করেছেন। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন শাবনূর।
অনেক স্মৃতি থেকে একটা ঘটনা উল্লেখ করে শাবনূর লিখেন, “বিয়ের ফুল ছবির ‘মন না দিলে হয় কি প্রেম তাই’ গানের শুটিং করছিলাম কক্সবাজার এক হোটেলের সামনে! আমার পায়ের কাছেই ছিল একটি বিষধর সাপ যা আমি খেয়াল করিনি আর তুমিও বলোনি কারণ আমি সাপ ভীষণ ভয় পেতাম! তুমি সাপটিকে পা দিয়ে চাপ দিয়ে ধরেই শটটি সম্পূর্ণ করেছিলে আর পুরো ঘটনাটাই ছিল আমার অজানা! শট দেওয়ার পর আমি তা জানার সাথে সাথেই ভয়ে দিয়েছিলাম এক দৌড়। এমন আরো অনেক মজার স্মৃতি তোমার সাথে রয়েছে!”
লেখার শেষে জন্মদিনে রিয়াজকে অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা জানান শাবনূর। বলেন, “ভালো থাকো সবসময়।”