আজ: বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ইং, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ অক্টোবর ২০২২, রবিবার |

kidarkar

আজ বিকালে আসছে ৬১ কোম্পানির ইপিএস ও ডিভিডেন্ড

নিজস্ব প্রতিবেদক:  পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬১ প্রতিষ্ঠানের আজ রোববার (৩০ অক্টোবর ২০২২) বোর্ড সভা রয়েছে। সভায় কোম্পানিগুলো বিভিন্ন প্রান্তিকের ইপিএস ও ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। লংকাবাংলা সূত্রে এই তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২২ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করবে। কোম্পানিগুলোর সভার সময় হলো: কেবি সিডের (এসএমই) বিকাল ৪ টায়, সালভো কেমিক্যালের বিকাল ৩ টায়, সিএপিএম আইবিবিএল মিচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০ টায়, সিএপিএম বিডিবিএল মিচুয়াল ফান্ডের বিকাল ৩.৩০ টায়, ইয়াকিন পলিমারের বিকাল ৪ টায়, বিডি পেইন্টসের বিকাল ৩ টায়, ড্যাফোডিল কম্পিউটারের বিকাল ৩.৩০ টায়, কেএফএলের বিকাল ৪ টায়, লুবরেফের বিকাল ৩ টায়, আরডি ফুডের বিকাল ৩ টায়, একমি পেস্টিসাইডের বিকাল ৩.৩০ টায়, ড্রাগন সোয়েটারের বিকাল ৩ টায়,

তুংহাই টেক্সটাইলের বিকাল ৩.৩০ টায়, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের বিকাল ৩৩০ টায়, আলিফ ইন্ডাস্ট্রিজের বিকাল ৩ টায়, অলটেক্সের বিকাল ৩ টায়, উসমানিয়া গ্লাসের বিকাল ৫ টায়, জিপিএইচ ইস্পাতের বিকাল ৫ টায়, সেনাকল্যাণ ইন্সুরেন্সর বেলা ২ টায়, খুলনা পাওয়ারের বিকাল ৩.৩০ টায়, দেশ গার্মেন্টসের বিকাল ৩ টায়, এস্কোয়ার নিটের বিকাল ৩ টায় ৩০ জুন ২০২২ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৯ কোম্পানি প্রান্তিক প্রকাশ করবে। কোম্পানিগুলোর সভার সময় হলো: ইসলামি ফাইন্যান্সের বিকাল ৩ টায়, প্রাইম ইন্সুরেন্সের বিকাল ২.৩০ টায়, ইস্টার্ন ইন্সুরেন্সের বিকাল ৩.৩০ টায়, এসইএম লেকচার মিউচুয়াল ফান্ডের বিকাল ২.১৫ টায়, এসইএমএলএফবিএলএল গ্রোথ ফান্ডের বেলা ২.২৫ টায়, রিপাবলিক ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, ইসলামি ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, ব্র্যাক ব্যাংকের বিকাল ৪ টায়, মাইড্যাস ফাইন্যান্সের বিকাল ৩ টায়, পূরবী জেনারেল ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, ফনিক্স ইন্সুরেন্সের বিকাল ৪ টায়, ব্যাংক এশিয়ার বিকাল ৪ টায়, ইউনিয়ন ব্যাংকের বিকাল বিকাল ৪ টায়, এডিএন টেলিকমের বিকাল ৩ টায়, ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, আইসিবি অগ্রণী-১ম মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, আইএফআইএল-১ম মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, আইসিবি-৩য় এনআরবি মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, ফনিক্স ফাইন্যান্স মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, প্রাইম ফার্স্ট আইসিবিএ মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, আইসিবি এপ্লয়িজমিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ডের বিকাল ৩ টায়, এনসিসি ব্যাংকের বিকাল ৩ টায়, এক্সপ্রেস ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, আইএফআইসি ব্যাংকের সন্ধ্যা ৭ টায়, লংকাবাংলা ফাইন্যান্সের বিকাল ৩ টায়, বিজিআসির বিকাল ৩ টায়, মার্কেন্টাইল ব্যাংকের বিকাল ৩.৩০ টায়, ট্রাস্ট ব্যাংকের বেলা ২.১৫ টায়, কর্ণফুলি ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, স্টান্ডার্ড ব্যাংকের বেলা ২.১৫ টায়, ইসলামি ব্যাংকের বেলা ২.৩০ টায়, ক্রীস্টাল ইন্সুরেন্সের বিকাল ৩ টায়, রূপালী ব্যাংকের বেলা ২.১৫ টায়, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বিকাল ৩ টায়, ইউনিয়ন ইন্সুরেন্সের বিকাল ২.৩০ টায়, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের বিকাল ৩ টায়, মেঘনা কনডেন্সড মিল্কের বিকাল ২.৩৫ টায় ইপিএস প্রকাশ করবে।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.