নিজস্ব প্রতিবেদক :পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস তৃতীয় কারখানা নির্মার্ণ করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি নতুন কারখানা নির্মার্নে ৪.৮ বিলিয়ন অর্থ ব্যয় করবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির জমি ইতোমধ্যে কেনা হয়েছে। কোম্পানিটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর এলাকায় ৩৩-৩৬ নম্বর প্লটে কোম্পানিটি কারখানা নির্মার্ণ করবে।
বার্জার পেইন্ট নিজস্ব অর্থায়ন ও ধার করা অর্থ দিয়ে কারখানা নির্মার্ণ করবে।কোম্পানিটি আশা করছে ২০২৫ সালের এপ্রিলে প্রকল্পটির কাজ শেষ হবে।