নিজস্ব প্রতিবেদক :আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি’র এমপিরা পদত্যাগ করলে সংসদ অচল হবে না। এমপিরা সংসদ থেকে পদত্যাগ করলে সেটি তাদের দলীয় বিষয়।
রোববার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় সম্মেলনের প্রস্তুতি উপলক্ষে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর সভায় এই কথা বলেন তিনি।
তিনি বলেন, বিএনপি’র সাথে কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নেই; আওয়ামী লীগ নিয়মিত কার্যক্রম চালাচ্ছে। আওয়ামী লীগ পাল্টাপাল্টি সমাবেশে বিশ্বাসী নয়। গতকালের সমাবেশের তারিখ আগে থেকেই ঘোষিত ছিল।