মার্কেন্টাইল ব্যাংকে ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২২’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :মার্কেন্টাইল ব্যাংকে গতকাল ২৯ অক্টোবর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন ২০২২’ হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপাভিশন এর পরিচালক মোঃ আব্দুল মান্নান প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান। মার্কেন্টাইল ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশনের অতিরিক্ত পরিচালক ডঃ কাজী আরিফুজ্জামান, যুগ্ম পরিচালক মোঃ লুৎফুল হায়দার পাশা এবং যুগ্ম পরিচালক এস. এম. খালেদ আবদুল্লাহ।
মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিক দিনব্যাপী সম্মেলনের সঞ্চালনা করেন। মার্কেন্টাইল ব্যাংকের ডিএমডিবৃন্দ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ ও সকল ডিভিশন/ডিপার্টমেন্ট/ইউনিটসমূহের প্রধানগণ প্রধান কার্যালয়ে সশরীরে উপস্থিত ছিলেন।
পাশাপাশি সকল আঞ্চলিক অফিসের প্রধানগণ, সকল শাখা প্রধান, ম্যানেজার অপারেশন ও ক্রেডিট ইনচার্জ, সকল উপশাখার ইনচার্জসহ মোট ৪৭০ জন অংশগ্রহণকারী ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত ছিলেন।