হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হ্যাঙ্গার ও ইঞ্জিনিয়ারিং ইউনিট পরিদর্শন করেছেন।
রোববার (৩০ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ হ্যাঙ্গার ও ইঞ্জিনিয়ারিং ইউনিট পরিদর্শন করেন তিনি। পরিদর্শনের আগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. যাহিদ হোসেন তাকে স্বাগত জানান।
আনুষ্ঠানিক আলোচনায় বিমান বাহিনী প্রধান বিমানের উড়োজাহাজ সমূহের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও কেবিন সার্ভিসের মানোন্নয়নে বিমান বাহিনীর সহযোগিতার প্রস্তাব দেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এ প্রস্তাবের বিষয়ে একমত পোষণ করে। একই সঙ্গে এ বিষয়ে আগামীতে সহযোগিতা কার্যক্রম প্রসারিত ও কার্যকর করার বিষয়ে যৌথভাবে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে সম্মত হয়।