ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
নিজস্ব প্রতিবেদক :ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ৩০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৩৭ লাখ ৫২ হাজার ৬৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৫৫ কোটি ৫৬ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের। কোম্পানিটি ৩৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আইপিডিসি ফিন্যান্স লিমিটেড ৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
প্যারামাউন্ট টেক্সটাইল ২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলোর মধ্যে- এডিএন টেলিকম, অগ্নি সিস্টেমস, আনোয়ার গ্যালভানাইজিং, বঙ্গজ, বাংলাদেশ সাবমেরিন কেবলস, সিভিও পেট্রো কেমিক্যাল, ইস্টার্ন হাউজিং, জেমিনি সী, গোল্ডেন সন, জিকিউ বলপেন, এইচ.আর টেক্সটাইল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, আইপিডিসি ফিন্যান্স, জেএমআই হসপিটাল, লিন্ডেবিডি, মেট্রো স্পিনিং, এনআরবিসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক আইসিবি মিউচ্যুয়াল ফান্ড, প্রাইম ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, রবি, সাইফ পাওয়ারটেক, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, স্কয়ার টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড।