আজ: শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ইং, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩০ অক্টোবর ২০২২, রবিবার |

kidarkar

পূবালী ব্যাংকের কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন Skills for Employment Investment Program (SEIP), Tranche-III প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট কর্তৃক তফসিলি ব্যাংকসমূহের প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে দেশব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। উক্ত প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংক কর্তৃক পরিচালিত উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রাম, নতুন উদ্যোক্তা তহবিল, Skills for Employment Investment Program (SEIP), Tranche-III -সহ অন্যান্য আর্থিক খাত সংক্রান্ত সুবিধা সম্পর্কে অবহিতকরণ এবং উদ্যোক্তা উন্নয়ন প্রোগ্রামে অংশগ্রহণকারী নতুন উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ ও লিংকেজ স্থাপনের লক্ষ্যে একটি কনফারেন্স সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SEIP প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মো. এখলাছুর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফরাহ মো. নাছের।

কনফারেন্সে পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলীর উপস্থিতিতে পূবালী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত ২৫ জন উদ্যোক্তার মধ্যে ৪ জন উদ্যোক্তাকে ঋণ বিতরণের ডামি চেক প্রদান করা হয়।

এ সময় পূবালী ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার ও হেড অব এসএমই নরেশ চন্দ্র বসাক উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.