আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ অক্টোবর ২০২২, সোমবার |

kidarkar

ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে

নিজস্ব প্রতিবেদক  :পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর’২২) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৭১ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ২.৬৭ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.০৪ টাকা বা ১ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২২) সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬১ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.৫৯ টাকা। এহিসেবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বা ৩ শতাংশ বেড়েছে।

২০২২ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪২.২৮ টাকায়।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.