আইএমএফ এর ফ্লোর প্রাইস নিয়ে কোন বক্তব্য নেই
নিজস্ব প্রতিবেদক : ফ্লোর প্রাইস নিয়ে কোন বক্তব্য নেই আইএমএফ এর। তবে পুঁজিবাজারের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সংস্কার চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
মিটিং শেষে এসব কথা বলেন বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।
সোমবার (৭ নভেম্বর) এক ঘণ্টব্যাপী বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) এ পরামর্শ দিয়েছে আইএমএফ। সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা সময়ে আগারগাঁওয়ে বিএসইসির নিজস্ব কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সভায় এশিয়া ও প্যাসিফিক বিভাগের বাংলাদেশের মিশন প্রধান রাহুল আনন্দ, সিনিয়র অর্থনীতিবিদ এস্টেল জুয়ে লিউ, অর্থনীতিবিদ রিচার্ড ভার্গিসসহ আইএমএফের ছয় সদস্যের দল উপস্থিত ছিলেন।