ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসারদের প্রশিক্ষণ
নিজস্ব প্রতিবেদক: গত ৬ নভেম্বর ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বিভিন্ন শাখায় কর্মরত ৪০ জন প্রবেশনারি অফিসারদের অংশগ্রহণে ১১ দিনব্যাপী Foundation Course for Probationary Officer (Year-2022): General Banking Module শীর্ষক ট্রেনিং কোর্সের উদ্বোধন করা হয়।
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. মেহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান ও এসইভিপি শেখ আকতার উদ্দিন আহমেদ।
আরও উপস্থিত ছিলেন ভিপি ও ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল শাহ্ সৈয়দ রাফিউল বারী।