সূচকের উত্থানে চলছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় সূচক বাড়লেও অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৪১ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ২৭১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, দর কমেছে ২৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৫৯ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৩৫ কোটি ৬৭ লাখ ১২ হাজার টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৭৭৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯ টির, দর কমেছে ১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৪৯ লাখ টাকা।