চট্রোগ্রাম বিমানবন্দরে ৬.৫ কেজি স্বর্ণবার আটক
নিজস্ব প্রতিবেদক : কাস্টমস গোয়েন্দা কর্তৃক শাহ আমানতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশের একটি ফ্লাইট হতে ৬.৫ কেজি স্বর্ণবার (৫৬ পিস) আটক
শনিবার (১২ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, ঢাকা এর মহাপরিচালক মহোদয়ের নিকট গোপন সংবাদ থাকায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট সার্কেল এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এয়ারফ্রেইট সার্কেল, ঢাকা এর একটি যৌথ টিম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন।
সকাল ৮ঃ২২ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের BG-148 শাহ আমানত বিমানবন্দরে অবরতণ করলে গোয়েন্দা দল তাদের অভিযান কার্যক্রম শুরু করে। এক পর্যায়ে ফ্লাইটটির বিজনেস ক্লাসের সিট (সিট নং – 04J) নিচ থেকে কালো স্কচ টেপ মোড়ানো বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৫৬ টি স্বর্ণবার আটক করা হয়।
আটককৃত ৫৬ টি স্বর্ণবারের ওজন প্রায় ৬.৫ (সাড়ে ছয় কেজি) এবং বাজারমূল্য প্রায় ৪.৫ (সাড়ে চার) কোটি টাকা। উল্লেখ্য যে, বিজনেস ক্লাসের ওই সিটে কোনো যাত্রী ছিলনা। The Customs Act 1969 অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।এছাড়া, মালিকবিহীন হলেও কাস্টমস গোয়েন্দার পক্ষ থেকে পতেংগা থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে।