সাপ্তাহিক লুজারের শীর্ষে ইন্দো-বাংলা
নিজস্ব প্রতিবেদক : সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে ইন্দো-বাংলা ফার্মা লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ২৭.০৬ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া যায়।
তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২৬ কোটি ৮০ লাখ ৭৮ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৩৬ লাখ ১৫ হাজার টাকা।
দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। গত সপ্তাহে শেয়ারটির সর্বোচ্চ দর কমেছে ১৪.৫৮ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৩২ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৬ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার টাকা।
হাক্কানি পাল্প অ্যান্ড পেপার ১৪.৩৭ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
লুজার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-ইস্টার্ণ কেবলস, শমরিতা হসপিটাল, এডিএন টেলিকম, লুব-রেফ বাংলাদেশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক ও ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড।