সাপ্তাহিক লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস
নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের ব্যাবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে শীর্ষস্থান দখল করেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৪৬৫ কোটি ৩২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটি ৪ কোটি ৩০ লাখ ৩৩ হাজার ৯৯৮টি শেয়ার হাতবদল করেছে
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ফার্মা লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৮০ লাখ ৬১ হাজার ৫৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৪৭ কোটি ৮৪ লাখ ৩১ হাজার টাকা।
বসুন্ধরা পেপার মিলস লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ২ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ৩৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৯৩ কোটি ৬৭ লাখ ২৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- নাভানা ফার্মা, ইস্টার্ণ হাউজিং, বেক্সিমকো, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, লুব-রেফ বিডি, আইটি কনসালটেন্টস ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।