আজ: রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ইং, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

১৪ নভেম্বর ২০২২, সোমবার |

kidarkar

সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২১ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড

নিজস্ব প্রতিবেদক :“Growing with Sustainability, Moving with Resilience” শ্লাগানকে ধারণ করে প্রথমবারের মত সাসটেইনেবেলিটি রিপোর্ট-২০২১ প্রকাশ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড।

সম্প্রতি ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদপ্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে রিপোর্টটি প্রকাশ করেন। Global Reporting Initiative (GRI) Standards-Core Option  এর ভিত্তিতে উক্ত রিপোর্টটি প্রস্তুত করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, সিবিও এবং সাসটেইনেবল ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী,অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও জনাব এম. আখতার হোসেন,উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ শাহ্জাহান সিরাজ, সাসটেইনেবল ফাইন্যান্স ইউনিট এর প্রধান জনাব মোহাম্মদ আশফাকুল হক, এফসিএ, এফসিএস,কোম্পানী সচিব জনাব মোঃ আবুল বাশার, ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং আইওটিএ কনসাল্টিং বিডি এর ব্যবস্থাপনা পরিচালক জনাব গোলাম কিবরিয়া-সহ ব্যাংকের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.