মার্কেন্টাইল ব্যাংকের বরিশাল অঞ্চলের ‘ব্যবসায় পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর বরিশাল অঞ্চলের ব্যবসায় পর্যালোচনা সভা গত ১২ জানুয়ারি শনিবার নগরীর হোটেল গ্র্যান্ড পার্কে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম চৌধুরী, চলতি বছরের শেষ প্রান্তিকে নির্ধারিত লক্ষ্য অর্জনে সঠিক কর্মকৌশল প্রয়োগ করার পাশাপাশি গ্রাহক সেবার মান বৃদ্ধিতে সচেষ্ট হতে শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নির্দেশ দেন।
ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহবান জানিয়ে বলেন, ব্যবসা পরিচালনায় প্রধান কার্যালয়ের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে। মার্কেন্টাইল ব্যাংকের বরিশাল অঞ্চলের সাতটি শাখার প্রধান ও দুইটি উপশাখার ইনচার্জগণ সভায় অংশ নেন।