মিনিস্টারের সঙ্গে ইউনিলিভারের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক: দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধি ও ব্যবসায়িক উন্নয়নের লক্ষ্যে এবং আগামীতে বৈশ্বিক সংকট মোকাবেলায় একসঙ্গে কাজ করার ব্যাপারে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ও বাংলাদেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক ও ইলেকট্রনিকস প্রতিষ্ঠান মিনিস্টার মাইওয়ান গ্রুপের মধ্যে মতবিনিময় হয়।
ইউনিলিভারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) জাভেদ আখতার এবং মার্কেটিং ডিরেক্টর সাদমান সাদিকিন সম্প্রতি মিনিস্টার মাইওয়ান গ্রুপের হেড কোয়ার্টারস পরিদর্শন করেন।
আলোচনা শেষে মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ, জাভেদ আখতারকে Poet of Politics বইটি উপহার হিসেবে প্রদান করেন।
এ সময় মিনিস্টার মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক মোঃ সামসুদ্দোহা শিমুল সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।