দর বাড়ার শীর্ষে বসুন্ধরা পেপার মিল
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড । আজ শেয়ারটির দর বেড়েছে ৯ টাকা ৬০ পয়সা বা ৯.৯৯ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ ১০৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৪ হাজার ৬৪ বারে ৩৭ লাখ ৫১ হাজার ৭৬৭টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৯ কোটি ২৮ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ৯.৭১ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে লুব-রেফ বাংলাদেশ লিমিটেড। আজ কোম্পানিটির ১ টাকা ৯০ পয়সা বা ৫.২২ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জেনেক্স ইনফোসিস, বেঙ্গল উইন্ডসোর, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, ইস্টার্ণ কেবলস, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, হাওয়া-ওয়েল টেক্সটাইল ও সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড।