আজ: বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪ইং, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

২২ নভেম্বর ২০২২, মঙ্গলবার |

kidarkar

মার্কেন্টাইল ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের ‘ব্যবসায় পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড-এর নর্থ বেঙ্গল রিজিওনের ব্যবসায় পর্যালোচনা সভা গত ১৯ নভেম্বর শনিবার রংপুরে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে কামরুল ইসলাম চৌধুরী, নর্থ বেঙ্গল রিজিওনের ১৬ টি জেলায় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি, ঋণের মানোন্নয়ন, এসএমই খাত ও কৃষি খাতে ঋণ সম্প্রসারণ ও আধুুনিক প্রযুক্তিনির্ভর গ্রাহক সেবা নিশ্চিত করতে শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নির্দেশ দেন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও মতিউল হাসান শাখা প্রধান ও উপশাখা ইনচার্জদের নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের প্রধান মোঃ মতিয়ার রহমান। মার্কেন্টাইল ব্যাংকের নর্থ বেঙ্গল রিজিওনের ২১টি শাখার প্রধান ও ৮টি উপশাখার ইনচার্জগণ সভায় অংশ নেন।

আপনার মতামত দিন

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.