মূলধন বাড়াবে এমারেল্ড অয়েল
নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েলের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াতে শেয়ারহোল্ডারদের সম্মতি নেবে। মূলধন বাড়াতে পর্ষদ বিশেষ সাধারণ সভা (ইজিএম) করার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,কোম্পানিটি পরিশোধিত মূলধন বাড়াতে মিনোরি বাংলাদেশের পক্ষে শেয়ার বরাদ্দ করবে।
কোম্পানিটির ইজিএম আগামী ৮ জানুয়ারি সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ইজিএমের ভেন্যু পরে জানানো হবে।ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।
৫৯ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকার মূলধনী কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০টি। অনুমোদিত মূলধন হচ্ছে ১০০ কোটি টাকা। রিজার্ভে রয়েছে ৩৩ কোটি ৮৩ লাখ টাকা। কোম্পানিটি সর্বশেষ ২০১৬ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে।