আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

৩১ ডিসেম্বর ২০২২, শনিবার |

kidarkar

গ্যালাক্সি এ০৪ উন্মোচন করল স্যামসাং!

নিজস্ব প্রতিবেদক: প্রতিনিয়ত বদলে যাচ্ছে বিশ্ব। আর এ বদলে যাওয়া পৃথিবীতে নিত্য নতুন উদ্ভাবনী প্রযুক্তি দিয়ে বিশ্বকে চমকে দিচ্ছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠান স্যামসাং।

স্যামসাং সবসময়ই স্মার্টফোন ব্যাবহারকারীদের অন্যতম পছন্দের ব্র্যান্ড। ফ্যানদের চাহিদা মেটাতে স্যামসাং বাংলাদেশ বাজারে নিয়ে এসেছে সবচেয়ে সাশ্রয়ী মূল্যে এর ‘অসাম সিরজ’-এর সর্বশেষ সংস্করণ স্যামসাং গ্যালাক্সি এ০৪।

স্যামসাংয়ের স্মার্টফোনের ডিসেপ্লে বিশ্বজুড়ে ক্রেতাদের মাঝে সবচেয়ে বেশি জনপ্রিয়। গ্যালাক্সি এ০৪ এ থাকছে ৬.৫ ইঞ্চি এইচডি+ইনফিনিটি ভি ডিসপ্লে। এ এইচডি+ ডিসপ্লেতে স্পষ্ট ভিডিও কনটেন্ট ও ইউটিউব ভিডিও উপভোগ করা যাবে। ডিভাইসটিতে থাকছে অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক ওয়ান ইউ আই কোর ৪.১। এছাড়াও, ডিভাইসটিতে থাকছে ৩ জিবি র‌্যাম, যা কিনা র‌্যাম প্লাস দ্বারা ৭ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ইন্টার্নাল স্টোরেজ এ থাকছে ৩২ জিবি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

নতুন এ ডিভাইসটির পেছনে মেইন ক্যামেরা হিসেবে থাকছে ৫০ মেগাপিক্সেল অটো ফোকাস ট্রু ডুয়াল ক্যামেরা, ২ মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা; যা দিয়ে ক্যামেরাবন্দি করা যাবে জীবনের রোমাঞ্চকর মুহূর্ত। ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দিয়ে দারুণ সব সেলফিও তোলা যাবে।

স্যামসাং গ্যালাক্সি এ০৪ এ থাকছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিও! এ শক্তিশালী ব্যাটারি দিয়ে সারাদিন ফোন ব্যবহারেও ফোনের চার্জ নিয়ে চিন্তা করতে হবে না। ১৫ ওয়াট অ্যাডাপটিভ ফাস্ট চার্জার তো থাকছেই!

এ নিয়ে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, “স্যামসাং সব সময় গ্রাহকদের প্রয়োজন এবং চাহিদা মাথায় রাখে। এই কারণেই আমরা গ্যালাক্সি এ সিরিজের জন্য দূরদৃষ্টি নিয়ে যাত্রা করেছি, যাতে আমাদের ইনোভেটিভ উদ্ভাবনগুলো সবাই উপভোগ করতে পারে। গ্যালাক্সি এ০৪ তারই আরেকটি উদাহরণ।“

গ্যালাক্সি এ০৪ পাওয়া যাবে তিনটি রং এ: কপার, গ্রীন ও ব্ল্যাক, মাত্র ১২,৯৯৯ টাকায়!  

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.