আজ: শনিবার, ২৭ জুলাই ২০২৪ইং, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

সর্বশেষ আপডেট:

০১ জানুয়ারী ২০২৩, রবিবার |

kidarkar

শেষ হওয়া বছরটা কখনো ভুলবো না : মেসি

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির ক্যারিয়ারে অর্জনের ঝুলিটা নেহায়েত কম নয়। তবু একটা বিশ্বকাপ শিরোপার আক্ষেপ আজন্ম তাকে পুড়িয়েছে। সে স্বপ্নটা সত্যি হয়েছে আজ থেকে দুই সপ্তাহ আগে। লুসাইল আইকনিক স্টেডিয়ামে ফ্রান্সকে বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি শ্যুট আউটে ৪-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। তাতেই ২০২২ সালটা আর্জেন্টাইন মহানায়কের জীবনে হয়ে গেছে অবিস্মরণীয়।

২০২২ শেষে সেই স্মৃতিই আবারও রোমন্থন করলেন পিএসজি তারকা। ব্যক্তিগত ফেসবুক পাতায় তিনি লিখলেন, ‘এমন একটা বছর শেষ হলো, যা আমি কখনো ভুলব না। যে স্বপ্নের পেছনে ছুটেছি, সেটা অবশেষে সত্যি হয়েছে।’

মেসির জীবনে ফুটবল তো আছেই, তার পরিবারও সমানভাবে গুরুত্ব পায়। কোপা আমেরিকা জয়ের পরই তাই তিনি ভিডিও কল দিয়ে তার স্ত্রী রোকুজ্জো আন্তোনেল্লা ও তার সন্তানদের তিনি দেখিয়েছেন চ্যাম্পিয়নের মেডেলটা। লুসাইলে তো তার পুরো পরিবারই হাজির ছিল!

জীবনের সেরা বছরের স্মৃতি যখন রোমন্থন করলেন, সে পোস্টেরও একটা বড় অংশ জুড়ে রইল তার পরিবার। তিনি স্মরণ করলেন তার বন্ধুদেরও। তিনি বলেন, ‘তবে এর কোনো অর্থই থাকত না যদি এই আনন্দটা ভাগ করে নেওয়ার মতো আমার দারুণ একটা পরিবার না থাকত; যদি সে বন্ধুরা না থাকত যারা আমাকে সবসময় সমর্থন করে গেছে; আমি যখনই পড়ে গেছি, তখন যারা আমাকে মাটিতে পড়ে থাকতে দেয়নি, তারা না থাকত।’

নতুন বছরের শুরুতে বিশ্বজুড়ে নিজের বিশাল সমর্থকগোষ্ঠীর কথাও ভুলে জাননি তিনি। লিখেছেন, ‘এই বিশেষ স্মৃতিটা আমি তাদের সঙ্গেও ভাগ করে নিতে চাই, যারা আমাকে অনুসরণ করে, আমাকে সমর্থন করে। এই ভ্রমণটা আমি আপনাদের সবার সঙ্গে ভাগ করতে পেরেছি, বিষয়টা অসাধারণ। আর্জেন্টিনা, প্যারিস, বার্সেলোনা আর বিশ্বজুড়ে অগণিত শহর আর দেশ থেকে আমি যে ভালোবাসা পেয়েছি, এটা ছাড়া এখানে আসা সম্ভব হতো না আমার পক্ষে।’

২০২৩ সালটাও সবার কাটুক বিমল আনন্দে, এমনটাও আশা করেন মেসি। তিনি লিখেন, ‘আমি আশা করছি আপনাদেরও বছরটা ভালো কেটেছে। আমি আশা করবো ২০২৩ সালটাও আনন্দে কাটানোর মতো শক্তি ও সাস্থ্য আপনাদের থাকবে।’

আপনার মতামত দিন

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.