কক্সবাজার চকরিয়াতে স্বপ্ন’র নতুন আউটলেট
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ‘জনতা শপিং সেন্টার’এ নতুন আউটলেট চালু করল দেশের অন্যতম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’।
শনিবার (৩১ ডিসেম্বর) বিকাল ৪ টায় নতুন এই আউটলেটের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনতা শপিং সেন্টার এর অন্যতম কর্নধার মাওলানা আনোয়ার আলম, ড. মোহাম্মদ ছরওয়ার আলম, ফ্রাঞ্চাইজি তাসনুভা তাজরিন স্বর্না, স্বপ্নের রিজিওনাল হেড অফ অপারেশন মোঃ আব্দুল্লাহ আল মাহবুব, জোনাল ম্যানেজার হাবিবুর রহমান, আউটলেট এক্সপানশন মি. রাসেল এবং আউটলেট ম্যানেজার মি. মাসুদসহ আরো অনেকে।
স্বপ্নর নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘স্বপ্ন এখন দেশের ৪৬ টি জেলায়। কক্সবাজার এর চকরিয়া উপজেলায় অনেক দিন ধরেই আমরা একটি অত্যাধুনিক আউটলেট করার পরিকল্পনা করছিলাম। এখানে আমাদের সেবার পরিসর আরও বিস্তৃত হবে। আশা করছি, স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে গ্রাহকরা স্বপ্নর এই আউটলেটে নিয়মিত বাজার করবেন’।
স্বপ্নর অপারেশনস ডিরেক্টর আবু নাছের জানান, ‘নতুন এই আউটলেটে থাকছে মাসব্যাপী নানা অফার এবং হোম ডেলিভারি সেবা’।