২০ বছরে প্রায় ১৭শ সাংবাদিক নিহত হয়েছেন
আন্তর্জাতিক ডেস্ক : গত ২০ বছরে বিশ্বব্যাপী প্রায় ১ হাজার ৭০০ সংবাদকর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস।
প্যারিস ভিত্তিক এই গণমাধ্যম অধিকার সংস্থাটি জানিয়েছে, ২০০৩ থেকে ২০২২ এর মধ্যকার দুইদশক ‘তথ্য প্রদানের অধিকারের সেবায় নিয়োজিতদের জন্য বিশেষভাবে মারাত্মক ছিল।’
আরএসএফ জানায় যে ইরাক ও সিরিয়া সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ ছিল। এ দুই দেশে ২০ বছরে মোট ৫৭৮ জন সাংবাদিক নিহত হয়েছেন।
এরপরেই রয়েছে মেক্সিকো (১২৫ জন), ফিলিপাইন (১০৭ জন), পাকিস্তান (৯৩ জন), আফগানিস্তান (৮১ জন) এবং সোমালিয়া (৭৮ জন)।
গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে ইউক্রেনে আটজন সাংবাদিক নিহত হয়েছেন।
বর্তমানে ইউরোপে রাশিয়ার পরই ইউক্রেন গণমাধ্যমের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ। রাশিয়ায় বিগত ২০ বছরে ২৫ জন সাংবাদিক নিহত হয়েছেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা।