পটুয়াখালীর বাউফলে মার্কেন্টাইল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক: মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে পটুয়াখালীর বাউফল উপজেলার বিভিন্ন ইউনিয়নে শীতার্ত গরীব-দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম। গত শুক্র, শনি ও রবিবার (৩০.১২.২০২২, ৩১.১২.২০২২ ও ০১.০১.২০২৩) বাউফলের বিভিন্ন ইউনিয়নে গরীব-দঃুস্থদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এই তিনদিন বাউফল, কালাইয়া, বগা, দাসপাড়া, নাজিরপুর, মদনপুরা ইউনিয়নসহ আশেপাশের আরও কিছু এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণে বাউফল উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার, বাউফল ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম, দাসপাড়া ইউনিয়ন চেয়ারম্যান এএনএম জাহাঙ্গীর হোসেন, নাজিরপুুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম মহসিন, মদনপুরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাম মস্তফা ও কালাইয়ার বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল কামাল পল্টু উপস্থিত ছিলেন।