সাপ্তাহিক লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
নিজস্ব প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ১৫ লাখ ১২ হাজার ৭১৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭১ কোটি ৯১ লাখ ৯১ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকোর ১ কোটি ৫৯ লাখ ৩১ হাজার ৫১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৬২ কোটি ৫৮ লাখ ১৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা সী-পার্ল হোটেলের ২৯ লাখ ৭৭ হাজার ৬১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৮ কোটি ৪৩ লাখ ৮৯ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-বসুন্ধরা পেপারের ৫২ কোটি ৯৭ লাখ ৪ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৪৪ কোটি ৩১ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ৪৩ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩৯ কোটি ৮০ লাখ ৬১ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ৩০ কোটি ২২ লাখ ২৭ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৯ কোটি ৩ লাখ ৮৯ হাজার টাকার, আমরা নেটওয়ার্কের ২৮ কোটি ৮৭ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।