বরিশাল দলের নেতৃত্বে সাকিব আল হাসান
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি ম্যাচগুলোর জন্য ফরচুন বরিশাল দলকে নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফরচুন বরিশাল ফ্র্যাঞ্চাইজি। আজ দুপুরে নিজেদের দ্বিতীয় ম্যাচে সাকিবের নেতৃত্বেই রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে বরিশাল।
চলতি বিপিএলে এখন পর্যন্ত এক ম্যাচ মাঠে নেমেছে বরিশাল দল। যেখানে প্রথম ম্যাচেই সিলেটের কাছে ৬ উইকেটের পরাজয় বরণ করে দলটি। প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে দলটির অধিনায়কত্ব করতে দেখা গিয়েছিল মেহেদী হাসান মিরাজকে। সেই ম্যাচের পর অবশ্য জানা গিয়েছিল এবারের আসরে ম্যাচ বাই ম্যাচ অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন বরিশালের ক্রিকেটাররা। যদিও এবার সেই তত্ত্ব থেকে বের হয়ে আসলো বরিশাল।
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তিতে: সাকিব আল হাসান, ইফতিখার আহমেদ (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান), ইব্রাহিম জাদরান (আফগানিস্তান), করিম জানাত (আফগানিস্তান), ওমর কাদির (পাকিস্তান), রাহকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), কেসরিক উইলিয়ামস (ওয়েস্ট ইন্ডিজ), রহামানউল্লাহ গুরবাজ (আফগানিস্তান)।
ড্রাফট থেকে দেশি: মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এবাদত হোসেন, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম রাব্বি, ফজলে মাহমুদ রাব্বি, সৈয়দ খালেদ আহমেদ, সাইফ হাসান, কাজী অনিক, সানজামুল ইসলাম, সালমান হোসেন।
ড্রাফট থেকে বিদেশি: হায়দার আলি (পাকিস্তান), চতুরঙ্গ ডি সিলভা(শ্রীলঙ্কা)।