আকাশছোঁয়া মূল্যে বিক্রি হলো মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব
স্পোর্টস ডেস্ক : নারী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত মিডিয়া রাইটস পেয়েছে ভায়াকম এইটিন। সোমবার (১৬ জানুয়ারি) এক টুইট বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সচিব জয় শাহ।
মুকেশ আম্বানির কোম্পানিকে এই স্বত্ব কেনার জন্য খরচ করতে হয়েছে ৯৫১ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ১২১০ কোটি ১৩ লাখ ৪৩ হাজার ৯৫২ টাকা। পাঁচ বছর চক্রে মেয়েদের আইপিএলের একটি ম্যাচের মূল্য দাঁড়াচ্ছে ৭.০৯ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ৯ কোটি ১২ লাখ ৬৯ হাজার ৬৫ টাকা।
এ নিয়ে টুইটারে জয় শাহ লিখেছেন, ‘মেয়েদের আইপিএলের সম্প্রচার স্বত্ব পাওয়ায় ভায়াকম১৮-কে অভিনন্দন। বিসিসিআইয়ের ওপর আস্থা রাখার জন্য ধন্যবাদ। পাঁচ বছর চক্রের সম্প্রচার স্বত্বের জন্য ভায়াকম ৯৫১ কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর অর্থ দাঁড়াচ্ছে প্রতি ম্যাচের মূল্য ৭.০৯ কোটি রুপি। মেয়েদের ক্রিকেটের জন্য এটা বিশাল পরিমাণ।’
আগামী ৩ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত হতে পারে নারীদের আইপিএল। পুরুষদের আইপিএলের মতো এই আসরকেও বাণিজ্যিকভাবে সফল করতে চাইছেন দেশটির বোর্ড কর্তারা।