নিজস্ব প্রতিবেদক : বে-মেয়াদী শান্তা আমনাহ শরীয়াহ ফান্ডের ট্রাস্টি ইউনিটহোল্ডারদের জন্য ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
সোমবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত ট্রাস্টি সভায় এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে,ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৩৭ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিলো ১ টাকা ৩৩ পয়সা।
একই সময়ে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ১২ টাকা ১১ পয়সা। গত বছর ছিলো ১৩ টাকা ১০ পয়সা।
অন্যদিকে ফান্ডটির ইউনিট প্রতি সম্পদ মূল্য (কস্ট প্রাইস) ১১ টাকা ৯৫ পয়সা। গত বছর ছিলো ১২ টাকা ৫০ পয়সা।