বগুড়া জেলায় শীতার্তদের পাশে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন বয়ে যাচ্ছে তীব্র শৈত্য প্রবাহ। তীব্র শীতে ভুগছে বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী যাদের বেশিরভাগই দরিদ্র। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রতিবছর সেইসব দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।
তারই ধারাবাহিকতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর বগুড়া শাখা সম্প্রতি জেলার সারিয়াকান্দি উপজেলার দেবডাঙ্গা গ্রোয়েন বাঁধ সংলগ্ন যমুনা নদী পারের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করেছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার নিজামউদ্দীন উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক জনাব মোঃ আফজাল হোসেন মিঞাঁ, ক্রিয়েটিভ স্কুল এর পরিচালক জনাব মোঃ মাসুদ করিম সবুর, জনাব মোঃ এনামুল হক, শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক জনাব মোঃ আবু সাঈদ এবং শাখার কর্মকর্তাবৃন্দ-সহ স্থানীয় গণ্যগমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জনাব জনাব মোঃ আফজাল হোসেন মিঞাঁ বক্তব্যের শুরুতেই শাহ্জালাল ইসলামী ব্যাংকের এমন মহতী উদ্যেগকে অভিনন্দন জানান। তিনি বলেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড দরিদ্র শীতার্তদের পাশে পূর্বেও ছিল ভবিষ্যতেও থাকবে। তিনি শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য শেষ করেন।