দিনাজপুর জেলায় শীতবস্ত্র বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর দিনাজপুর শাখা সম্প্রতি বিরল উপজেলার বাইতুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে ব্যাংকের সিএসআর কার্যক্রমের অংশ হিসেবে এলাকার দুস্থ, গরীব ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে।
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর দিনাজপুর শাখার ব্যবস্থাপক জনাব চৌধুরী এম শহিদুল্লাহ উপস্থিত থেকে এলাকার শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে ২ শতাধিক কম্বল বিতরণ করেন।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স নিশাত এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী জনাব মোঃ নজরুল ইসলাম, মেসার্স ইনশাআল্লাহ অটো রাইস মিল এর স্বত্বাধিকারী জনাব মোঃ নুর আলম এবং শাখার কর্মকর্তাবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।