রংপুর জেলায় শীতবস্ত্র বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর রংপুর শাখার উদ্যোগে সম্প্রতি রংপুর সদর উপজেলার চিনিয়াপাড়া,
তাজহাটে বিদ্যমান বাইতুর রহমান দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজিয়া মাদ্রাসা এবং লিল্লাহ বোর্ডিং, তাজহাট মোড়ে বিদ্যমান জামিয়া আরাবিয়া আইনুল উলুম কাওমী মাদ্রাসা এবং নতুন বাবুপাড়ায় বিদ্যমান রেলস্টেশন সংলগ্ন বস্তিতে সোনালী অটো ফ্লাওয়ার মিল এর স্বত্বাধিকারী মোঃ আসলাম এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর রংপুর শাখার ব্যবস্থাপক মোঃ করিমুল্লাহ এর উপস্থিতিতে গরীব, বস্তিবাসী ও মাদ্রাসা ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাখার কর্মকর্তাবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।