সিরাজগঞ্জ জেলায় শীতবস্ত্র বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিভিন্ন এলাকায় এখন বয়ে যাচ্ছে তীব্র শৈত্য প্রবাহ। তীব্র শীতে ভুগছে বাংলাদেশের বিশাল একটি জনগোষ্ঠী যাদের বেশিরভাগই দরিদ্র। শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড প্রতিবছর সেইসব দরিদ্র শীতার্তদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে।
তারই ধারাবাহিকতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সিরাজগঞ্জ শাখা সম্প্রতি সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা গুঁড়ের বাজার এলাকায় দরিদ্র জনগোষ্ঠরি মাঝে কম্বল বিতরণ করেছে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জজ কোর্টের সম্মানিত আইনজীবী মোঃ শওকত আলী সেলিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স আশা মৎস্য খামার ও মেসার্স আশা ফিস এর মালিক মোঃ আব্দুস ছালাম। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড এর সিরাজগঞ্জ শাখার সম্মানিত ব্যবস্থাপক জনাব মোঃ জাহাঙ্গীর আলম।