নিজস্ব প্রতিবেদক: দেশের অন্যতম শীর্ষ রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (এনআরবি) প্রদত্ত রেমিট্যান্স অ্যাওয়ার্ড ২০২২ অর্জন করেছে।
২৩ জানুয়ারি, সোমবার রাজাধানীর একটি হোটেলে এনআরবি আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ শফিকুর রহমানের হাতে রেমিট্যান্স অ্যাওয়ার্ড তুলে দেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন এম এস শাকিল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারের বিভন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।