সমালোচনার মধ্যেই মুক্তি পেল ‘পাঠান’
বিনোদন ডেস্ক : নানা বিতর্ক ও সমালোচনার পর অবশেষে ভারতে মুক্তি পেয়েছে কিংখান শাহরুখের ছবি ‘পাঠান’। যার মাধ্যমে শাহরুখ ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে।
তবে গুঞ্জন উঠেছে, মুক্তির আগে অনলাইনে ফাঁস হয়ে গেছে শাহরুখের কামব্যাক ‘পাঠান’। দাবি করা হচ্ছে, দু’টি ওয়েবসাইটে ছবির পাইরেটেড ভার্সান পাওয়া যাচ্ছে।
শোনা যাচ্ছে, ‘ফিল্মজিল্লা’ এবং ‘ফিল্মিব়্যাপ’ নামের দু’টি সাইটে পাওয়া যাচ্ছে ‘পাঠান’ সিনেমার পাইরেটেট ভার্সান। দু’টি সাইটেই ‘ক্যামরিপ’ ও ‘প্রি ডিভিডি রিপ’ ভার্সান পাওয়া যাচ্ছে বলেই দাবি করা হচ্ছে।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ, ক্যাটরিনা, অনুষ্কা অভিনীত ‘জিরো’। ছবির ব্যর্থতার পর বড়পর্দা থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন শাহরুখ।
তবে খুব দ্রুত সময়ে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে না। কারণ, আইনি জটিলতা। ফলে কিছুদিন ধরে চেষ্টা চালানো বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্টের চেষ্টাটাও আলোর মুখ দেখছে না।
সূত্র : সংবাদ প্রতিদিন