টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠালো খুলনা
স্পোর্টস ডেস্ক : শুরুতে টানা কয়েকটি ম্যাচ হারলেও পরের দিকে ছন্দ খুঁজে পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। যার ফলে পয়েন্ট টেবিলেও তারা রয়েছে বেশ ভালো অবস্থানে। অন্যদিকে তামিম ইকবাল আর ইয়াসির আলী রাব্বির খুলনা টাইগার্স খুব একটা ভালো অবস্থানে নেই। টুর্নামেন্টে নিজেদের সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ জয়েরও কোনো বিকল্প নেই।
এমন পরিস্থিতিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি খুলনা এবং কুমিল্লা। ইমরুল কায়েসের দলের বিপক্ষে টস করতে নেমে অবশ্য জয় পেলেন সিলেটের অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। টস জয়ের পরই তিনি নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। ব্যাট করতে পাঠালেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে।
খুলনা একাদশ: ইয়াসির রাব্বি (অধিনায়ক), তামিম ইকবাল, অ্যান্ড্রু বালর্বিনি, শাই হোপ, আজম খান, মাহমুদুল জয়, নাহিদুল ইসলাম, সাইফউদ্দিন, নাসুম আহমেদ, ওহাব রিয়াজ, নাহিদ রানা।
কুমিল্লা একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ রিজওয়ান, মোসাদ্দেক সৈকত, জনসন চার্লস, মোস্তাফিজুর রহমান, নাসিম শাহ, তানভীর ইসলাম, মুকিদুল ইসলাম, খুশদিল শাহ, জাকের আলি।